এ বিষয়ে আলেমদের মতামত হলো— এমন পরিস্থিতিতে মুসল্লির করণীয় হলো ইমামের অনুসরণ করা। কারণ, রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেন, হজরত আবু হুরায়রা রা থেকে বর্ণিত তিনি বলেন, রাসুলুল্লাহ সা. বলেছেন—
ইমামকে তার অনুসরণের জন্যই নিয়োগ করা হয়েছে। অতএব, ইমাম যখন রুকু করে তখন তোমরাও রুকু কর, যখন ‘সামিয়াল্লাহু লিমান হামিদাহ্ বলে, তখন তোমরা ‘রব্বানা ওয়া লাকাল হামদ’ বল। যখন ইমাম দাঁড়িয়ে নামাজ আদায় করে তখন তোমরাও দাঁড়িয়ে নামাজ আদায় কর, আর যখন ইমাম বসে (বৈঠক) নামাজ আদায় করে (ইমামতি করে) তখন তোমরাও সবাই বসে (বৈঠক) নামাজ আদায় কর। (বুখারি ও মুসলিম)