মূলত: ‘আস-সালাম’ শব্দটি আল্লাহ তায়ালার উত্তম নামসমূহের অন্যতম। যার অর্থ শান্তি ও নিরাপত্তার আধার। বান্দা যখন এ কথা বলে তখন সে তার ভাইয়ের জন্য শান্তি, নিরাপত্তা ও হেফাজত কামনা করে।
সে হিসেবে আস-সালামু আলাইকুম এর অর্থ, আল্লাহ তায়ালা তোমাদের সংরক্ষক। সালামের উৎপত্তি সম্পর্কে রাসুলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন—
Facebook Comments Box



















